মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা এরদোয়ানকে পৌঁছে দেন ইসহাক ডার। তিনি পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের কথা স্মরণ করিয়ে দিয়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
দুই দেশের নেতৃত্ব ইসরায়েলের ইরানের ওপর সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। তারা ইরানের সার্বভৌমত্ব ও আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন জানান।
এর আগে, শনিবার ইস্তাম্বুলে ওআইসি জরুরি সম্মেলনে ভাষণ দেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে ইরান এই সংকট থেকে বিজয়ী হয়েই উঠবে।’
ইসরায়েলের নীতি ও নেতানিয়াহুর সরকারকে তিনি হিটলারের সঙ্গে তুলনা করে বলেন, ‘নেতানিয়াহুর আগ্রাসী মনোভাব পুরো অঞ্চলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আত্মরক্ষার অধিকার তাদের আছে। তুরস্ক সবসময় ইরানের পাশে রয়েছে।’