মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
আজ মঙ্গলবার (১৭ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘এই মুহূর্তে হুমকি, চাপ সৃষ্টি, উত্তেজনা বাড়ানো কিংবা আগুনে ঘি ঢালা—কোনোটিই সমাধানে সাহায্য করবে না বরং সংঘর্ষকে আরও গভীর ও বিস্তৃত করে তুলবে।’
চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে লেখেন, ‘তেহরান থেকে সবাইকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি!’
এ ধরনের মন্তব্যের ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
এদিকে, চীনের ইসরায়েল দূতাবাস মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করার’ পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে টানা কয়েকদিন ধরে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে, যার জেরে পারমাণবিক আলোচনা স্থগিত হয়েছে এবং ব্যাপক যুদ্ধের শঙ্কা ঘনিয়ে উঠেছে।