মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষার প্রস্তুতি এবং পারমাণবিক সক্ষমতা নিয়ে দৃঢ় বার্তা দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সোমবার সিনেটে বক্তব্যে দার বলেন, ‘যে আমাদের দিকে খারাপ নজরে তাকাবে, তার চোখ উপড়ে ফেলা হবে। পাকিস্তান জাতি ঐক্যবদ্ধ, আমাদের দিকে একটি ইট ছোড়া হলে জবাবে পাথর ছুড়ে মারা হবে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’
এর আগের দিন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে যে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বানানো। ইসরায়েলি মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য ছড়াচ্ছে।’
মুখপাত্র আরও বলেন, ‘পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র এবং একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি। এ ধরনের গুজব শুধু বিভ্রান্তিকরই নয়, বরং অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করে।’
উল্লেখ্য, সম্প্রতি ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে তেল আভিভ ও অধিকৃত জেরুজালেমে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান তার অবস্থান স্পষ্ট করে বলছে—আঞ্চলিক শান্তি চায়, তবে হুমকি মোকাবেলায় প্রস্তুতও আছে।