শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

নতুন করে আলোচনার ইঙ্গিত আমেরিকা-চীনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংঘাতের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছে চীন।

শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই ইঙ্গিত দেন। তিনি জানান, তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বাণিজ্য আলোচনার প্রস্তাব মূল্যায়ন করছে।

মুখপাত্র বলেন, চীনের সঙ্গে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র সম্প্রতি সংশ্লিষ্ট পক্ষগুলোর মাধ্যমে একাধিক বার্তা পাঠিয়েছে।

চীন বর্তমানে এই প্রস্তাব মূল্যায়ন করছে।

 

তবে চীন স্পষ্ট করেছে যেকোনও আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে।

এ বিষয়ে মুখপাত্র বলেন, বাণিজ্য যুদ্ধ একতরফাভাবে যুক্তরাষ্ট্র শুরু করেছে। যদি তারা সত্যিই আলোচনা করতে চায়, তবে তাদের আন্তরিকতা দেখাতে হবে- যার মধ্যে তাদের ভুল সংশোধন করে একতরফা শুল্ক বৃদ্ধি বাতিল করার প্রস্তুতি নেওয়া অন্তর্ভুক্ত।

এই মন্তব্য বাণিজ্য যুদ্ধের জেরে উত্তপ্ত চীন-আমেরিকা সম্পর্কে কিছুটা উন্নতির ইঙ্গিত দিচ্ছে। গত সপ্তাহ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন যে, তার প্রশাসন চীনের সঙ্গে আলোচনা করছে, তবে চীন প্রতিবারই এই দাবি সরাসরি অস্বীকার করেছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এখন সংকটের মুখে। গত মাসে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করেছেন, যার ফলে অনেক চীনা ব্যবসায়ীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

 

জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে। সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025