বুধবার, ০২ Jul ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

টঙ্গীতে বজ্রপাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বজ্রপাতে রাকিবুল হাসান খান রাফি (২৩) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের তুরাগ নদের তীরে এ ঘটনা ঘটে। নিহত রাফি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বয়রা নিয়ামতপুর গ্রামের রফিকুল ইসলাম খানের ছেলে।

তিনি উত্তরার ১০নং সেক্টরে পরিবারের সাথে বসবাস করতেন।

তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রাফিসহ তার একদল বন্ধু বিশ্ব ইজতেমা ময়দানে ক্রিকেট খেলতে যান। খেলা শেষে দুপুরে বাসায় ফেরার পথে বৃষ্টি নামে। হঠাৎ বজ্রপাতে রাফি গুরুতর আহত হন।

এসময় রাফিকে তার বন্ধুরা উদ্ধার করে কামারপাড়ায় আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024