বুধবার, ০২ Jul ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

সন্ত্রাসীদের হাত থেকে তরুণকে বাঁচাতে গিয়ে গুলিতে যুবদল কর্মী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (৩০) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল একই গ্রামের মো. সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন।

ওই সময় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাঁচজন অস্ত্রধারী কিশোর গ্যাং এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিলসহ আরও কয়েকজন তাদের বাধা দিলে তারা শাকিলকে গুলি করে। এ সময় তার ছোট ভাই শুভকে (৩০) কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয় লোকজন অস্ত্রধারী তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। 

কিশোরগ্যাং সদস্যদের বাড়ি একই উপজেলার আলাইয়ার পুরের বালুচরা এলাকা বলে জানা গেছে। নিহত যুবক শাকিল ২নং ওয়ার্ডের যুবদলের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

পুলিশ তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসী অস্ত্রধারী তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে দিয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

 

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহম্মেদ চৌধুরী বলেন, বেগমগঞ্জ থেকে শাকিল নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে সে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024