রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

ডিএমপির ৫ কর্মকর্তা বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (0৭ সেপ্টেম্বর ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি হেডকোয়াটার্স জানায়, গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে ওয়ারী থানার অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। লাইনওআরের এম এ রউফ খানকে ওয়ারী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। আর লাইনওআর-এর রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024