বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী।

তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ছেড়ে আসা ফ্যালকন-৫০ মডেলের বিমানে লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ ছাড়াও আরো চারজন ছিলেন। খবর বিবিসির।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, আঙ্কারা এসেনবোয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ১২ মিনিটে বিমানটি ত্রিপোলির উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের ৪২ মিনিট পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ত্রিপোলিগামী বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল।

লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। সাক্ষাতের পর দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025