শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
হাদি হত্যাকাণ্ড ও গণমাধ্যমে হামলার বিরুদ্ধে প্রবাসি সাংবাদিকদের কঠোর প্রতিবাদ
জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ড, পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে প্রবাসি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ABJA)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবাদী বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, এই নৃশংস ঘটনা ও গণমাধ্যমে পরিকল্পিত হামলা দেশের গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি। তারা স্পষ্ট ভাষায় বলেন, এসব ঘটনার সম্পূর্ণ দায় বর্তমান সরকারকে নিতে হবে।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু হাদির মতো একজন গণআন্দোলনের যোদ্ধাকে হত্যা এবং প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে হামলা প্রমাণ করে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, হাদির শাহাদাতে শোকার্ত জাতি যখন তার আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনায় ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা, সাংবাদিক নুরুল কবিরসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হীন আক্রমণ জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে।
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অবিলম্বে হাদি হত্যাকাণ্ড ও গণমাধ্যমে হামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্তের দাবি জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দেশ-বিদেশের সকল বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।