বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
সজিব ওয়াজেদ জয়সহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন সীমান্তে হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাইব্যুনালে ডেকে আনার পর ক্ষমা চাইলেন জেড আই খান পান্না খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা সারের দাম বেশি নেয় ডিলার, না দেখার ভান কৃষি কর্মকর্তার সার না পেয়ে কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন কৃষক পরীক্ষা বর্জন করে আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আটক বিএসএফের উচ্চক্ষমতার সার্চলাইটে কৃষিতে সর্বনাশ জরুরি ভিত্তিতে জেড আই খান পান্নাকে ট্রাইব্যুনালে তলব

সার না পেয়ে কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন কৃষক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার নিয়ে হট্টগোলের একপর্যায়ে কৃষি কর্মকর্তাকে মারধর করে তার দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। আহত রাণীশংকৈল উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মল্লিক টের্ডাসের প্রতিনিধি মোজাম্মেল হোসেন উমরাডাঙ্গী বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। এসময় ৩টি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে যাচ্ছিল ৫ জন কৃষক। অন্যদিকে অনেক কৃষক সার পাচ্ছিল না। এ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে কৃষকদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কৃষকরা কৃষি কর্মকর্তা আকতার হোসেনকে মারধর করে এবং দাঁত ভেঙে দেয়।এসময় আহত অবস্থায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘মাথায় জখম হয়েছে, দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025