রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

আমজনতার তারেককে যে পরামর্শ দিলেন ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানকে অনশন ভেঙে পুনর্বিবেচনার আবেদন করার আহ্বান জানিয়েছেন। রোববার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

আখতার আহমেদ বলেন, কমিশনের দরজা সবার জন্য খোলা। কেউ যদি কোনো বিষয়ে আপত্তি বা দাবি জানাতে চান, তাহলে তা লিখিতভাবে জমা দিতে পারেন।

এসময় তিনি বলেন, ‘আইনগতভাবে আমরা আমাদের দিক থেকে যেটা বলার সেটা চিঠির মাধ্যমে বলেছি। এখন ওনারা আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছে সেগুলো পূরণ করে দিতে পারেন।

অপিল, সংশোধনী বা পরিমার্জন-পরিবর্ধন এবং সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা। তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন ভঙ্গ করে আমাদের আইনগতভাবে জিনিসটা সুরার দিকে নিয়ে যাবেন।’

তারেক রহমান আপিল করতে চাইলে কোথায় করবে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আপিল করবে কমিশনে বা সচিবালয়ে। কেননা চিঠিপত্র তো সচিবালয় থেকে যায়। সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবে, যদি তারা করতে চায়।’

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025