শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের হাজারো ফ্লাইট বাতিল

অচলাবস্থা বা শাটডাউনের মুখে পড়ায় যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। শুক্রবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২ হাজার ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, কেন্দ্রীয় সরকারের আংশিক শাটডাউনের কারণ এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছিলো, এদিন সকালে যুক্তরাষ্ট্রজুড়ে ৪০টি বিমানবন্দরে ৮ শতাধিক বেশি ফ্লাইট বাতিল হওয়ার কথা। এই সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তির কথা জানানোয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্যে প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী—যাদের মধ্যে বিমান নিয়ন্ত্রণকারী থেকে শুরু করে পার্ক রেঞ্জার পর্যন্ত রয়েছেন—বেতন ছাড়াই কাজ করছেন অথবা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন, কারণ মার্কিন কংগ্রেস এখনো বাজেট অনুমোদন করেনি।

স্কাইওয়েট এয়ারলাইন্স বাতিল করে ১৭০টির বেশি ফ্লাইট। সাউথওয়েস্ট এয়ারলাইন্স প্রায় ১২০টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করে ৬৪টি ফ্লাইট। আর যুক্তরাষ্ট্রে ভেতরে এবং বাইরে শুক্রবার দেরি হওয়া ফ্লাইটের সংখ্যা ১ হাজার ২৩৮। একসঙ্গে বাতিল হয় আরও ৮২৪টি ফ্লাইট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025