রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সায়েন্স হাইস্কুলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেছেন। রোববার (১৯ অক্টোবর) দুপুরে ফার্মগেট মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, স্কুল ও কলেজের সামনে অটোরিকশার কারণে যানজটের সৃষ্টি হয়। রিকশা গেটের সামনে লাইন ধরে থাকে। এই এলাকাতে বেশ কয়েকটি স্কুল, কলেজ এবং কোচিং সেন্টার রয়েছে। প্রায় ২ হাজার শিক্ষার্থী রাস্তায় পারাপার হয়। অটোরিকশার জ্যামের কারণে রাস্তা পারাপারে দুর্ভোগে পড়তে হয়। ফাঁকা রাস্তায় তারা ৪০-৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালায়। অটোরিকশার যে ব্রেক, তা দিয়ে কন্ট্রোল করা সম্ভব না। অনেক সময় তারা শিক্ষার্থীর ওপরে তুলে দেয়। এতে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় পাঁচ দাবি জানান। এগুলো হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনের সড়কে অবিলম্বে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে। পর্যাপ্ত ল্যাম্প পোস্ট লাগাতে হবে। লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, পার্কিং স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।