শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য ‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’! ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তার এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী চাকসুর ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয় মেহেরপুরে সাবেক পৌর বিএনপি সভাপতির নেতৃত্বে গণসংযোগ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে কোনো চুক্তি হচ্ছে না: আইন উপদেষ্টা আমার জানামতে, মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন: ক্রীড়া উপদেষ্টা আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য ‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’!

অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য

‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’!

মোহাম্মাদ আবদুল মতিন: অস্ট্রেলিয়ায় ইসলামি শিক্ষা ও নবীপ্রেম জাগানোর এক অনন্য উদ্যোগ হিসেবে শুরু হতে যাচ্ছে জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতা ২০২৫ (National Seerah Quiz Competition 2025)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজন করেছে দেশটির সুপরিচিত ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আল তাযকিরাহ ইনস্টিটিউট (Al Tadhkirah Institute)।

ইতোমধ্যেই অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, যা ইসলামি জ্ঞানচর্চার প্রতি তরুণ প্রজন্মের গভীর আগ্রহের প্রতিফলন বলে মনে করছেন আয়োজকেরা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ অক্টোবর ২০২৫
নিবন্ধন লিংক: www.altadhkirah.org.au/nsqc25

প্রতিযোগিতার তারিখ ও ধরন:
এই প্রতিযোগিতা শুরু হবে ২৫ অক্টোবর (শনিবার) দুপুর ২টা (AEDT)-এ। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে, যাতে অস্ট্রেলিয়ার সব রাজ্যের শিক্ষার্থীরা অনলাইনে একসঙ্গে অংশ নিতে পারে।

পুরো কুইজটি পরিচালিত হবে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম Kahoot-এর মাধ্যমে, যা শিক্ষার্থীদের জন্য হবে একাধারে শিক্ষণীয় ও আনন্দদায়ক অভিজ্ঞতা।

আল তাযকিরাহ ইনস্টিটিউটের পরিচালক বলেন,
“আমরা চাই, অস্ট্রেলিয়ার প্রতিটি শিশু নবীজির (সা.) জীবন ও আদর্শ জানুক এবং তাঁর চরিত্র, দয়া ও ন্যায়পরায়ণতা থেকে শিক্ষা গ্রহণ করুক। এই প্রতিযোগিতা শুধু একটি কুইজ নয়, এটি নবীপ্রেম ও নৈতিক মূল্যবোধে অনুপ্রাণিত একটি প্রজন্ম গড়ার প্রচেষ্টা।”

তরুণদের অনুপ্রেরণা:
অস্ট্রেলিয়ার মুসলিম পরিবারগুলোর মধ্যে এই প্রতিযোগিতা ইতোমধ্যেই সাড়া জাগিয়েছে। অভিভাবকেরা মনে করছেন, এমন আয়োজন তরুণদের ধর্মীয় চেতনা, আদর্শ ও নৈতিকতা চর্চায় উৎসাহিত করবে।

সিডনির এক অভিভাবক বলেন,
“নবীজির (সা.) জীবনের আলোয় আমাদের সন্তানরা নৈতিক ও মানবিক গুণে সমৃদ্ধ হবে এই প্রতিযোগিতা সেই আলোকিত যাত্রারই সূচনা।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025