সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কেনায় ৫ জনকে জরিমানা

শরীয়তপুরের জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় পাঁচ ক্রেতাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাজীর মোড়, পৈলান মোল্লা কান্দি, বড়কান্দি এলাকায় নদীর পাড়ে অভিযান পরিচালনা করে মাছসহ পাঁচজনকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিন বিভিন্ন নদ-নদীতে ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ করায় সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যা গত ৩ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাজিরার পদ্মা নদীতে মাছ শিকার করে তা নদীর পাড়ে বিক্রি করে আসছিল। তাদের ঠেকাতে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন আরও জানায়, অভিযানে ২০ কেজি ইলিশ মাছসহ ৫ জন ক্রেতাকে আটক করা হয়। এ সময় অসাধু জেলেরা পালিয়ে যান। তবে তাদের কিছু জাল নদীপাড় থেকে জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও আটকদের প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024