শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
এ বিষয়ে পুষ্টিবিদরা বলেছেন, ডিমে রয়েছে ভিটামিন বি১২, বায়োটিন, থায়ামিন ও সেলেনিয়াম। ডিমে আছে ৯টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ডিমে ভিটামিন ডি, বি১২ ও রাইবোফ্লাবিন থাকে। এ উপাদানগুলো দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে। ডিমের অ্যান্টি-অক্সিডেন্ট চোখের জন্য ভালো উৎস। ডিমের স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি ভালো কোলেস্টেরল অর্থাৎ হাইডেনসিটি লিপোপ্রোটিন (এইচডিএল) বাড়াতে সাহায্য করে। এ ছাড়া ডিমে রয়েছে লুটেইন, যা ত্বকের আর্দ্রতা ও নমনীয়তা বাড়ায়।
পুষ্টিবিদরা সকালের নাশতায় একটি করে সেদ্ধ ডিম খাওয়ার পরামর্শ দিয়েছেন। আবার যারা স্বাস্থ্য সচেতন, তারা মনে করেন ডিম সেদ্ধই খাওয়া ভালো। চিকিৎসকরা মনে করেন, অমলেট বা পোচের তুলনায় সেদ্ধ ডিমই বেশি কার্যকরী।
আবার অনেকে ভাজা ডিম খাওয়াকে যুক্তিযুক্ত বলে মনে করেন। ভাজা ডিমে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, টমেটো, মাখনের মতো নানা উপকরণ থাকে। আর এসব উপকরণ স্বাস্থ্যের জন্য ভালো। তাই সেদ্ধ ডিমের চেয়ে ভাজা ডিমে ফসফরাস বেশি থাকে। হাড় মজবুত করে এই ফসফরাস। সেদ্ধ-ভাজা—আপনি যেভাবেই ডিম খান না কেন, প্রোটিনসহ অন্যান্য পুষ্টি উপাদান প্রায় কাছাকাছি পরিমাণে থাকে।