রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

ফরিদপুরে সড়ক ও রেলপথ অবরোধের প্রধান সমন্বয়ক আটক

ফরিদপুর জেলার ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়াকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার মধ্যরাতে জেলা গোয়েন্দা পুলিশের হাতে তিনি আটক হয়েছেন বলে দৈনিক আমার দেশ প্রতিনিধিকে জানিয়েছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন। সর্বশেষ তথ্য মতে তিনি জেলা গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন।

গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া আলগী ইউনিয়ন পরিষদের সংবাদ সম্মেলন থেকে তিনদিনের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালনে সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে ঘোষণা দেন। নতুন কর্মসূচির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পার হতে না হতেই মধ্যে রাতে নগরকন্দা উপজেলার চাঁদহাট ইউনিয়ন এলাকা থেকে চেয়ারম্যানকে আটক করে।

সমন্বয়ক তৌহিদুর রহমান বুলবুল মিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকের আটকের বিষয়টি প্রসঙ্গে বলেন, সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে তিনদিনের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়ে নগরকান্দা থানার চান্দ্রা ইউনিয়নের বোনের বাড়িতে অবস্থান করার সময় রাতে জেলা গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে বলে জানান।

দুটি ইউনিয়ন পরিষদের চলমান আন্দোলনের সহযোদ্ধা হিসেবে হামিরদী ইউনিয়নের জনি মিয়া বলেন, আমাদের প্রধান সমন্বয়ককে আটক করা হয়েছে। কিন্তু রাজপথ থেকে কেউ সরে যায়নি। জনতার সংগ্রাম চলছে এবং চলবে।

উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গত ৪ সেপ্টেম্বর ফরিদপুর-৪ আসন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী উপজেলা নগরকান্দা-২ আসনে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপন জারির বিপরীতে দুটি ইউনিয়নের জনগণের পাশাপাশি ভাঙ্গা উপজেলা সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক সংগঠনের একাত্মতায় সর্বদলীয় ঐক্য কমিটির ব্যানারে জনগণ গত এক সপ্তাহ ধরে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024