শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে পিস্তল ও গুলি জব্দ, ২ নাগরিক আটক

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতীয় একটি কাঁচা মরিচবাহী ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড এয়ার পেলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বেনাপোল আইসিপির মেইন গেটে ভারতীয় ট্রাকে তল্লাশি শেষে তাদেরকে আটক করা হয়। আটক দুই ভারতীয় নাগরিক হলেন, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গুরজীত সালুজা (৩১) ও ট্রাকের হেল্পার রাম দাস নাওয়াদি (২৪)।

বিজিবি জানায়, সীমান্ত মেইন পিলার ১৮/৩ এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ট্রাকে তারা তল্লাশি চালায়। এ সময় মরিচবাহী ট্রাক থেকে এয়ার পিস্তল ও পেলেট উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে যশোর ঝুমঝুমপুর বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকের ড্রাইভারের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে একটি এয়ার পিস্তল ও কিছু গুলি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অস্ত্র বা এ ধরনের পণ্য আনার চেষ্টা বরদাস্ত করা হবে না। আটক ব্যক্তিদের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024