শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
সুখী ও অটুট দাম্পত্য জীবনের বৈশিষ্ট্যগুলো নিয়ে দীর্ঘদিন গবেষণার পর ডা. জন গটম্যান একটি সত্য প্রকাশ করেছেন, যা নববিবাহিত পুরুষদের জন্য সত্যিই কার্যকর হওয়া উচিত। সর্বশেষ গবেষণায় গটম্যান পরামর্শ দিয়েছেন, পুরুষদের তাদের স্ত্রীর কথা শোনা উচিত এবং তাদের ক্যারিয়ার গঠনে সক্রিয় ভূমিকা এবং সহায়ক পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে দেওয়া উচিত। গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে, সুখী ও সুন্দর সংসারের জন্য পুরুষদের অবশ্যই তাদের স্ত্রীর কথা শুনতে হবে।
গটম্যানের পরামর্শ, পুরুষরা তাদের নিজের জীবনে স্ত্রীদের ইতিবাচক প্রভাব ফেলায় রাজি থাকা উচিত এবং ঐতিহ্যবাহী সমীকরণে যে পরিবর্তনগুলো আসে, তা প্রতিরোধ করা উচিত নয়।
একটি ব্লগে পরামর্শ দিয়ে এই সম্পর্ক বিশেষজ্ঞ বলেন, ‘সম্ভবত যে পুরুষরা তাদের স্ত্রীদের প্রভাব প্রতিরোধ করেন, তারা তা না জেনেই করেন। এটা ঘটে ঠিকই, কিন্তু স্ত্রীর প্রভাব কিভাবে গ্রহণ করতে হয়, তা শেখার সময় এসেছে। এটি একটি মানসিকতা ও দক্ষতা উভয়ই। যা প্রতিদিন আপনার সঙ্গীর প্রতি মনোযোগ দিয়ে এবং তাদের সমর্থন করে গড়ে তোলা হয়।’
সম্পর্কের ওপর গটম্যানের গবেষণার ফলাফল এবং একটি সুন্দর সংসার গঠনে পুরুষের ভূমিকা তুলে ধরে একটি পোস্ট ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেক নারী এই পোস্ট দেখে খুশি হয়েছেন। আনন্দের সঙ্গে তারা তাদের স্বামীর সঙ্গে পোস্টটি শেয়ার করেছেন।
একজন নারী তার স্বামীকে মন্তব্য বিভাগে ট্যাগ করে বলেছেন, ‘আমি যা বলি, তা করতে থাকো—সুখ নিশ্চিত!’ আরো একজন তার স্বামীকে বলেছেন, ‘তোমাকে হাজারবার ট্যাগ করছি…এটা অনুসরণ করার আশায়।’ অপর একজন তার স্বামীকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আরো সুখী জীবনের জন্য আমার কথা মেনে চলো।’
সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস