বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘন, চাকরিচ্যুত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে চাকরি হারালেন বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ঊর্মির চাকরিচ্যুতির প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ৬ অক্টোবর তিনি নিজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন। তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

গত বছর ৫ অক্টোবর নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি ‘প্রধান উপদেষ্টার পতনের কাউন্টডাউন শুরু হয়েছে’ উল্লেখ করে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতি প্রত্যক্ষ সমর্থন জানিয়ে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তার এমন এমন মন্তব্যে গোটা প্রশাসনে ক্ষোভের সৃষ্টি করে। এক পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ঊর্মিকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করে।

বুধবার জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়।

এরপর তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, পারিপার্শ্বিকতা এবং বিভাগীয় মামলার নথি পর্যালোচনা তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে বিধিমালা অনুযায়ী চাকরি হতে বরখাস্তকরণ সূচক গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024