শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে দেয়ালে চিরকুট লাগিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে জোড়পুকুরিয়া গ্রামের দালালপাড়া এলাকার একটি দোকানের দেয়ালে একটি চিরকুট লাগিয়ে রাখা হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা-কর্মীরা ওই চিরকুটের মাধ্যমে বিএনপি নেতা-কর্মীদের প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন।

চিরকুটটিতে প্রথমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা থাকলেও পরের অংশে কয়েকজন বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়। তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন- বিএনপি নেতা হাফিজুল ইসলাম এনামুল হক বেলু, সেণ্টু, মহিবুল ইসলাম, রফিকুল ইসলাম, মিঠুন ও জিকো। চিরকুটে লেখা ছিল, ‘তোরা আমাদের গ্রাম ছাড়া করেছিস, আমরা তোদের দুনিয়া ছাড়া করব।’

এ ঘটনায় নাম উল্লেখ করা বিএনপি নেতা-কর্মীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা জানান, এর আগেও একই পক্ষের লোকজন অন্তত তিনবার হুমকি দিয়েছিল। সর্বশেষ এই চিরকুটের ঘটনায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্র: সময়ের সমীকরণ

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025