Admin Panel
- ২২ মার্চ, ২০২৫ / ২৩৩ Time View
সিডনি অফিসঃ
মাহে রমজান মাসের সৌন্দর্য ও ইসলামী চেতনার প্রতিফলন ঘটাতে লাকেম্বা ব্রাঞ্চ, লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়া (নিউ সাউথ ওয়েলস ডিভিশন) ইফতার ও ডিনারের আয়োজন করে।ব্যাংকস্টাউনের ‘লা ক্যাসটেল ভেন্যু’-তে এই আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি ও লিবারেল পার্টির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিদের অভ্যর্থনার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হয়। এমইক্যান্টারবেরি-ব্যাংকস্টাউন সিটির কাউন্সিলর চারবেল আবুরাদ মঞ্চে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব ও সঞ্চালক
মাস্টার সাইয়ান ইয়াসির জামানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। লাকেম্বা ব্রাঞ্চের বিগত দিনের কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উপস্থিত সম্মানিত ১৫ জন কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
নিউ সাউথ ওয়েলসের বিরোধীদলীয় নেতা মার্ক স্পিকম্যান এমএসসি এমপিকে বিশেষভাবে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। জাতীয় নির্বাচনের জন্য মনোনীত দুই প্রার্থী কাউন্সিলর কিওনা ডুসকো ওবিনদ পান্ডুলের পরিচিতি প্রদান করা হয়। লাকেম্বা ব্রাঞ্চের প্রেসিডেন্ট মোহাম্মদ জামান সকল অতিথিদের আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান।
বিরোধী দলীয় নেতা মার্ক স্পিকম্যান সংক্ষিপ্ত বক্তব্যে লাকেম্বা ব্রাঞ্চের অবদানের প্রশংসা করে অস্ট্রেলিয়ার বহুজাতিক সংস্কৃতির মধ্যে মুসলিম কমিউনিটির গুরুত্ব তুলে ধরেন। বিশিষ্ট ইসলামী স্কলার ওইমাম শেখ সোনার চুরহলো রমজানের মাহাত্ম্য ও ইসলামে ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন। ইফতারের জন্য আজানের পর সংক্ষিপ্ত বিরতি নেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লাকেম্বা ব্রাঞ্চের প্রেসিডেন্ট মোহাম্মদ জামান ফুলের তোড়া দিয়ে আমন্ত্রিত অতিথিদের সম্মানিত করেন। বক্তব্য প্রদান করেন, স্টেট ডিরেক্টর ক্রিস স্টোন, ডেভিড কোলম্যান এমপি, সিনেটর মারিয়া কোকাচিক, মার্ক কোর এমপি, ক্রিস রেথ এসএলসি, লর্ড মেয়র মার্টিন জাইটার, মেয়র সারাহ সোয়ান। এছাড়াও লিবারেল পার্টির পার্টি অ্যাফেয়ার্স ম্যানেজার উইলসন চেসেল-এর কঠোর পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে ফুলের তোড়া প্রদান করা হয়।
তৃতীয় পর্বে লাকেম্বা ব্রাঞ্চের পক্ষ থেকে চারজন বিশিষ্ট ব্যক্তিকে লিবারেল পার্টির স্টেট ডিরেক্টর ক্রিস স্টোন বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। তারা হলেন, কাউন্সিলর জর্জ জ্যাকিয়াকে তার দীর্ঘদিনের পরিশ্রম ও লয়্যালিটির জন্য, সাবেক কাউন্সিলর ও ওয়াটসন ইলেক্টোরাল কাউন্সিলের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার সানজিদাকে রাজনৈতিক, সামাজিক ও নারী উন্নয়নে অবদানের জন্য, জারাইকা আহমেদকে লাকেম্বা ব্রাঞ্চের সাথে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার জন্য, ফাউজি বাকরি ও নাডা বাকরি এই যুগলকে যৌথভাবে ২৫ বছরের বেশি সময় ধরে ব্রাঞ্চকে সেবা করার জন্য।
অনুষ্ঠানে বক্তারা লাকেম্বা ব্রাঞ্চের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রশংসা করে বলেন, মোহাম্মদ জামানের নেতৃত্বে ব্রাঞ্চটি বর্তমানে লিবারেল পার্টির একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পার্টির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিই এর প্রমাণ।
লাকেম্বা ব্রাঞ্চ লিবারেল পার্টির শাখা যেখানে বাংলাদেশি কমিউনিটির আধিপত্য রয়েছে এবং বাংলাদেশিরাই নেতৃত্ব প্রদান করে আসছে। প্রতিবছর এই ব্রাঞ্চ কর্তৃক পবিত্র রমজান মাসে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গছাড়াও লিবারেল পার্টির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন।
বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রতীক হিসেবে মোহাম্মদ জামান ২০১৬ সালে জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ২০১৭ সালে প্রথমবারের মতোদুইজন বাংলাদেশি ক্যান্টারবেরি-ব্যাংকস্টাউন থেকে কাউন্সিলর নির্বাচিত হন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশি কমিউনিটির এই অংশগ্রহণ মূলধারার অস্ট্রেলিয়ান রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।