শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

মেহেরপুরে পাঁচ দফা দাবিতে ইসলামীক ফাউন্ডেশনের শিক্ষকদের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি 

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্ব করণ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রকল্পের শিক্ষক, কর্মকর্তাও কর্মচারীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও প্রদান করেন তারা। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মোঃআবুল হাশেম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান কবীর সজল, গাংনী উপজেলা সভাপতি আব্দুল হক ও সম্পাদক ওবায়দুর রহমান, মুজিবনগর উপজেলার সভাপতি সাইফুল ইসলাম সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024