রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন

কারাগারে ‘ভালো আছেন’ মাদুরো—জানালেন ছেলে

যুক্তরাষ্ট্রের কারাগারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ‘ভালো আছেন’ বলে দাবি করেছেন তার ছেলে ও দেশটির আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা। শনিবার (১০ জানুয়ারি) ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল পিএসইউভি পার্টির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

ভিডিওতে নিকোলাস মাদুরো গুয়েরা বলেন, যুক্তরাষ্ট্রে আটক থাকা অবস্থায় তার বাবা শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল রয়েছেন।

এর আগে, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। পরে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে একটি আটককেন্দ্রে বিচার প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।

নিউইয়র্কের একটি আদালতে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, কোকেন আমদানি এবং মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। প্রায় ছয় বছর আগে করা এ মামলাটির এতদিন কোনো অগ্রগতি হয়নি।

মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে একটি সেফ হোম থেকে মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর মামলার বিচার কার্যক্রম শুরু হয়। গত সোমবার মামলার প্রথম শুনানিতে মাদুরো দম্পতিকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হয়।

শুনানিতে নিকোলাস মাদুরো নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন।

সূত্র: গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025