বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নেওয়ার পর থেকে তার আগ্রাসী রূপ ক্রমেই দৃশ্যমান হয়েছে। লাতিন আমেরিকার তিন দেশ মেক্সিকো, কলম্বিয়া ও কিউবার সরকারকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের ইরানেও হামলার হুমকি দিয়েছেন তিনি।
এবার ট্রাম্পের নজর ইউরোপের দিকে, বিশেষ করে ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ডে।
২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার বিস্তৃত এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই বিশ্বের বৃহত্তম দ্বীপের উপর যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব প্রকাশিত হওয়ায়, গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় একজোট হয়েছে ইউরোপের ক্ষমতাধর ছয়টি দেশ। এ দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন এবং যুক্তরাজ্য।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এসব দেশের রাষ্ট্রপ্রধানরা একটি যৌথ বিবৃতিতে গ্রিনল্যান্ডের অধিকার রক্ষার ওপর জোর দেন।
তারা বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের সিদ্ধান্তের বিষয়; বাইরের কোনো দেশের নয়। এছাড়া আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ইউরোপের জন্য অগ্রাধিকারমূলক এবং এই অঞ্চলে উপস্থিতি, কার্যক্রম ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে তারা এটি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রচেষ্টায় একটি অংশীদার হিসেবে থাকলেও ন্যাটো সহযোগীদের সঙ্গে সমন্বয় এবং জাতিসংঘের সাংবিধানিক নীতি মেনে আর্কটিক অঞ্চলে যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। এতে সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা এবং সীমানার অখণ্ডতা বজায় রাখতে হবে।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ট্রাম্পকে সরাসরি হুমকি বন্ধ করতে বলেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোন অধিকার নেই গ্রিনল্যান্ড বা ডেনমার্কের তিনটি অঞ্চলের কোনো অংশ অধিগ্রহণ করার।
ট্রাম্পের সামরিক ও কূটনৈতিক হুমকির পর ইউরোপের শক্তিশালী ছয়টি দেশ একজোট হয়ে গ্রিনল্যান্ডের স্বাধীনতা রক্ষা করতে দৃঢ় অবস্থান নিয়েছে।