বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে ১৪ মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯ শিক্ষকই ভুয়া! জকসুতে যে ১৬ পদে জয়ী শিবির-সমর্থিত প্রার্থীরা হাদি ভাই বলেছিলেন জিততে হবে, আমি জিতে এসেছি: শান্তা আক্তার সিডনিতে ABJA-এর উদ্যোগে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা ট্রাম্পের ‘গ্রিনল্যান্ড দখল’ ঠেকাতে একজোট ইউরোপীয় ৬ দেশ গ্রেফতার এড়াতে গিয়ে স্টিলের দরজায় মাথায় আঘাত পান মাদুরো ও তার স্ত্রী ভারতীয় সংবাদমাধ্যমের দাবি নাকচ করে ‘অসত্য’ বলল বিসিবি ভিপিতে ছাত্রদল এবং জিএস-এজিএসে এগিয়ে শিবির আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক পাতানো নির্বাচন হলে, দেশ আবারও ধ্বংসের দিকে যাবে: ডা. তাহের

গ্রেফতার এড়াতে গিয়ে স্টিলের দরজায় মাথায় আঘাত পান মাদুরো ও তার স্ত্রী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস গ্রেফতারের সময় মাথায় আঘাত পান। মার্কিন আইনপ্রণেতাদের দেওয়া এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেস সদস্যদের এ বিষয়ে অবহিত করেন। ব্রিফিংটি করা হয় খুব গোপনীয়তার সঙ্গে। সময় নেওয়া হয় প্রায় দুই ঘণ্টা।

সিএনএন-এর খবরে বলা হয়, ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্রের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেজেত। এছাড়া ছিলেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ও সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফও উপস্থিত ছিলেন।

রিপোর্টে বলা হয়, কর্মকর্তারা জানান, মাদুরো ও তার স্ত্রী গ্রেফতার এড়ানোর চেষ্টা করেছিলেন। তখন তারা একটি ভারী স্টিলের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেন। সেই সময় দুজনের মাথায় আঘাত লাগে।

ব্রিফিংয়ে বলা হয়, তারা তখন একটি সামরিক স্থাপনায় অবস্থান করছিলেন। ঘটনাটি ঘটে ভোরের দিকে। অভিযানটি দ্রুত সম্পন্ন করা হয়।

মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যরা অভিযানে অংশ নেন। আটকের পরপরই মাদুরো ও তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাদের যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।

নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তাদের হাজির করা হয়।

আদালতে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। আদালতে উপস্থিতির সময় সিলিয়া ফ্লোরেসের মাথায় ব্যান্ডেজ দেখা যায়। তিনি কিছুটা দুর্বল ছিলেন বলে জানানো হয়।

তার আইনজীবী শারীরিক পরীক্ষা ও এক্স-রের আবেদন করেন। মাদুরোকেও আদালতে কিছুটা অস্বস্তিতে দেখা গেছে। তিনি ধীরে হাঁটছিলেন।

ট্রাম্প প্রশাসন বলেছে, এটি একটি আইনগত অভিযান। এটি কোনো শাসন পরিবর্তনের চেষ্টা নয়। মাদুরোর বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়।

এই গ্রেফতারকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেক দেশ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইনের আওতায় থেকেই পুরো অভিযান পরিচালনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025