শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস গালা নাইট ২০২৫ খেলাধুলা, সৌহার্দ্য ও উদ্দীপনায় ভরপুর এক সন্ধ্যা জুলাই সনদে স্বাক্ষর করেনি যেসব দল জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: নাহিদ ইসলাম তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় গাংনীতে প্রবাসীর আত্মহত্যা রাকসু নির্বাচনে বিজয়ী হলেন যারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি যাদের সন্তুষ্টিতে জান্নাত ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য ‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’!

ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস গালা নাইট ২০২৫ খেলাধুলা, সৌহার্দ্য ও উদ্দীপনায় ভরপুর এক সন্ধ্যা

ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস গালা নাইট ২০২৫
খেলাধুলা, সৌহার্দ্য ও উদ্দীপনায় ভরপুর এক সন্ধ্যা

সিডনির মিন্টোতে অনুষ্ঠিত হলো ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস আয়োজিত বর্ণাঢ্য “গালা নাইট ২০২৫”। গত ১৬ অক্টোবর মিন্টোর জমিদার বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে খেলাধুলা, সম্মাননা ও সৌহার্দ্যের মিলন ঘটে এক উচ্ছ্বসিত পরিবেশে।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম। এরপর ক্লাব সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম মজুমদার (পুলক) ও সহ-সভাপতি শফিক ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পদক প্রদান করেন। তাঁদের সঙ্গে ছিলেন পরিচালক ফাহিম হাসেম ও পরিচালক ও কোষাধ্যক্ষ মঈন আহমেদ।

বিরতির পর অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ— Cr. মাসুদ চৌধুরী, Cr. আশ রহমান, মজনুন মিজান, নাইম আবদুল্লাহ এবং ক্লাব অ্যাম্বাসেডর ও বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মেহেদী খান ক্লাবের যাত্রাপথ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “ক্যাম্পবেলটাউন ঈগলস শুধু একটি খেলাধুলার সংগঠন নয়, এটি কমিউনিটির ঐক্য, সহযোগিতা ও ইতিবাচক চেতনার প্রতীক।” তিনি স্পন্সর সাদিক করিম ও Raine & Horne, Bardia-কে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

এরপর শুরু হয় প্রতীক্ষিত পুরস্কার বিতরণী পর্ব।
ব্যাডমিন্টন কাপে চ্যাম্পিয়ন হয় Bade Miya Chote Miya (হামজা ও শাদিক), রানারআপ Goosebumps (শফিউল ও তানভীর)। প্লেট চ্যাম্পিয়ন হয় TNT (তাহমিদ ও তাওহিদ) এবং রানারআপ Shuttle Stallions (কবীর ও কনক)। ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় Eagles Red, রানারআপ Eagles Blue। ট্রফি প্রদান করেন অতিথি ইমরুল কায়েস ও অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের সামাজিক দায়বদ্ধতা, তরুণদের খেলাধুলার প্রতি অনুপ্রেরণা এবং কমিউনিটিতে ইতিবাচক অবদানের প্রশংসা করেন। তাঁরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান।

শেষে পরিবেশন করা হয় নৈশভোজ, যা আনন্দ ও সৌহার্দ্যের বন্ধনে অতিথিদের আরও ঘনিষ্ঠ করে তোলে। সভাপতি পুলক অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025