শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল বাজেট দ্বন্দ্বে তহবিল বন্ধ, অনির্দিষ্টকালের শাটডাউনে যুক্তরাষ্ট্র দুই জেনারেল এখন মোদির আশ্রয়ে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা জামায়াত নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা তদন্তে মেহেরপুরে ট্রাইব্যুনালের কর্মকর্তা ফেসবুকে ভুয়া প্রার্থী তালিকা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর অগ্নিসংযোগের দায় বিএনপি-জামায়াতের ওপর চাপাতে বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার মাত্র একটি শর্ত মানলে নতুনরাও পাবেন মনিটাইজেশন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর প্রচার: প্রধান উপদেষ্টা

সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা পাওয়া নিয়ে যা জানা গেল

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবি, সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের নির্দিষ্ট শতাংশ অনুযায়ী ভাতা দিতে হবে। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

তবে দীর্ঘদিনের এই দাবির প্রেক্ষিতে এবার বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে সরকার। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের পাঠানো চিঠিতে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

চিঠিতে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নের স্বার্থে ভাতা বাড়ানো জরুরি। এতে পেশাদারিত্ব বৃদ্ধি পাবে এবং শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষা উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে এমপিও শিক্ষক-কর্মচারীরা মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসাভাতা পান। এটি বাড়িয়ে যথাক্রমে দুই হাজার ও এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত হলে মোট খরচ হবে প্রায় ৭৬৯ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আইনগত ও প্রশাসনিক জটিলতার কারণেই এতদিন ধরে শিক্ষকদের দাবি বাস্তবায়ন আটকে ছিল। তবে এসব জটিলতা দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। কারও মতে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচিত সরকারের প্রয়োজন।

অন্যদিকে শিক্ষক নেতারা বলছেন, এবার তারা কোনো আশ্বাসে ঘরে ফিরবেন না। সরকারি চাকরিজীবীদের মতো একই নিয়মে ভাতা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন তারা। পথে পুলিশের বাধার মুখে পড়লেও পরবর্তীতে একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২৬ হাজার ৪৪৭টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক এবং ১ লাখ ৭৭ হাজার কর্মচারী কর্মরত। তাদের দীর্ঘদিনের দাবি—সরকারি চাকরিজীবীদের মতো বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা নিশ্চিত করা এবং শিক্ষাব্যবস্থার পূর্ণ জাতীয়করণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024