শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
মোহাম্মাদ আবদুল মতিন: সিডনিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও দাঈ শায়খ আহমাদুল্লাহর সফরের শেষ পর্ব অনুষ্ঠিত হয় গতকাল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) ডায়মন্ড ভেন্যুস গ্রুপ হলে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সমাবেশে সৃষ্টি হয় অনন্য আধ্যাত্মিক পরিবেশ। ঈমান, জ্ঞান ও আবেগে ভরপুর এই সমাবেশে শত শত প্রবাসী অংশ নেন গভীর অনুপ্রেরণা নিয়ে।
মূল আলোচনায় শায়খ আহমাদুল্লাহ বক্তব্য দেন ‘বহুজাতিক সমাজে ইসলাম চর্চা’ শীর্ষক বিষয়ে। তাঁর হৃদয়স্পর্শী ও জ্ঞানগর্ভ দিকনির্দেশনা উপস্থিত শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে। আলোচনায় তিনি প্রবাসীদের জন্য সাতটি করণীয় নির্দেশনা তুলে ধরেন এবং সেগুলোতে আমল করার আহ্বান জানান।
সাতটি মূল নির্দেশনা:
১) ঈমান শক্তিশালী করা – দৃঢ় ঈমান ছাড়া মুসলিম জীবন পূর্ণতা পায় না। ঈমানকে সযত্নে রক্ষা করতে হবে এবং আল্লাহর প্রতি নির্ভরশীল থাকতে হবে।
২) ইলম বা জ্ঞান অর্জন – কোরআন-সুন্নাহ থেকে সঠিক জ্ঞান সংগ্রহ ও তা আমলে রূপান্তর করা। জ্ঞান মানুষকে সঠিক-ভুল চিনতে শেখায় এবং পথ দেখায়।
৩) নামাজ আদায় করা – নামাজ হলো মুসলিম জীবনের মেরুদণ্ড, যা মানুষকে পাপ থেকে বিরত রাখে ও আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়।
৪) কোরআন তেলাওয়াত ও অধ্যয়ন – নিয়মিত পাঠ ও গভীর অধ্যয়নের মাধ্যমে অন্তর আলোকিত হয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিশা মেলে।
৫) ইসলামী সমাজ ও সোসাইটি গঠন – পরিবার থেকে সমাজ পর্যন্ত ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বই ইসলামী সমাজের ভিত্তি।
৬) ইসলামের দাওয়াত প্রচার – সত্যিকার ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে চারপাশের মানুষদের কাছে। দাওয়াত হলো বিভ্রান্তি থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়।
৭) আবেগঘন দোয়া করা – চোখের পানি ও অন্তরের ব্যাকুলতায় আল্লাহর কাছে নিজের, পরিবার, জাতি ও দীন ইসলামের স্থায়িত্বের জন্য প্রার্থনা করতে হবে।
মূল আলোচনার পর তিনি প্রবাসী মুসলমানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব জীবনের নানা সমস্যার সমাধান তুলে ধরেন।
শায়খ আহমাদুল্লাহ তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, ‘ইসলামকে খণ্ডিতভাবে নয়, বরং পূর্ণাঙ্গভাবে গ্রহণ ও চর্চা করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে।’ তিনি প্রবাসীদের আহ্বান জানান-পারিবারিক, সামাজিক ও সামগ্রিকভাবে একটি দীনি পরিবেশ গড়ে তোলার।
সিডনির এই শেষ আয়োজনের মধ্য দিয়ে তাঁর সফরের সমাপ্তি হলেও, তাঁর অনুপ্রেরণামূলক উপদেশ ও দিকনির্দেশনা প্রবাসী মুসলমানদের হৃদয়ে দীপ্ত আলো হয়ে থাকবে দীর্ঘদিন।