মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
সিডনি অফিস :
-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদোগে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১শে আগষ্ট রবিবার ২০২৫ সিডনির লাকেম্বা পেরেডে অনুষ্ঠিত হয়।
বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং পরিচালনায় সাধারণ সম্পাদক বিএনপি অস্ট্রেলিয়ার মোহাম্মদ আবুল হাছানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত এবং জাতীয় সংগীত এবং দলীয় সংগীতের মাধ্যমে পতাকা উওোলন।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেভ শর্মা বাংলাদেশের জনগণের সাহস ও সংকল্পের প্রশংসা করেছেন। এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা, অধিকার ও সাংবিধানিক শাসন পুনরুদ্ধারের জন্য যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন,তা প্রশংসনীয়। একইসঙ্গে তিনি আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য সাহসী মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, উপদেষ্টা মন্ডলীর সদস্য রুহুল আহম্মেদ সওদাগর,সহ সভাপতি এসএম নিগার এলাহী চোধুরী,এডভোকেট মোবারক হোসেন,কামরুল হাসান আজাদ,মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু,আব্দুল মালেক মানিক, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু,মো.খাইরুল কবির পিন্টু,মোহাম্মদ কুদ্দুসুর রহমান,যুবদলের সভাপতি ইন্জিনিয়ার মিনহাজ উদ্দিন,আরমান হোসেন ভূইয়াঁ,
এসএম খালেদ,নিউসাউথওয়েস বিএনপি র সভাপতি মোহাম্মদ ইরফান খান,প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা,মৌহাইমেন খান চৌধুরী মিশু,যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু,নিউসাউথওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অপু,সাংস্কৃতিক সম্পাদক সর্দার মামুন,নূর মোহাম্মদ মাসুম,মাহমুদুদুল হক দুলাল,মোহাম্মদ নাসির আহম্মেদ,গোমাম রাব্বী শুভ্র,আব্দুল মোমেন এডভোকেট,তাসলিমা কবির,অসিত গোমেজ,মোহাম্মদ বাবুল খন্দকার,সূধন যোসেফ ক্রুজ,ইন্জিনিয়ার রায়হান হাসনাত,বিজন থিওটনিয়াস পালমা,মোহাম্মদ বাচ্চু,
মোঃরেজাউল করিম,এলবিস কোস্তা,দিবা বারই,ফাইরুজ তাহসিন আকিলা সহ অসংখ্য কমিউনিটির নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন,গত ১৭ বছরে হাসিনা বিরুধী আন্দোলনে বিএনপি অস্ট্রেলিয়া নেতৃবৃন্দরা অনেক ভূমিকা পালন করেছে ভবিষৎতে দেশগঠনেও কাজ করবেন।দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি বলেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের
জন্যই দেশ ওমাতৃকার জন্য জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০সালে স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র রক্ষা পেয়েছিল আর তারেক রহমানের নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফেসিস্ট হাসিনা মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সবার আগে বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠানে মনমুদ্ধকর গানে গানে জাগিয়ে তোলেন মেহদী এবং অনন্যা এই একটি ডিজিটাল আরমান হোসেনের সম্পাদনায় স্মরনীকা প্রচার করা হয়।