শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুর পৌর বিএনপির (উত্তর) নতুন কার্যালয় উদ্বোধন জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী মিন্টু মেহেরপুরে খোকসা যুব সংঘের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হলেন মোস্তাফিজুর রহমান তুহিন জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা-গুলিবর্ষণ, আহত অর্ধশতাধিক সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া হাসিনা বললেন—সোনা আমার, শাওনের দাবি এআই এবার ভূমিকম্পে কাঁপলো ভারত প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

পাখি ডিম পাড়ায় মাঠ বন্ধ থাকবে এক মাস!

অনেক সময়ই দেখা যায় মাঠে কোনো প্রাণী ঢুকে গেলে স্বল্প সময় খেলা বন্ধ থাকে। তবে এবার এক অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেলো অস্ট্রেলিয়ায়। পাখি ডিম পাড়ার কারণে এক মাস খেলা বন্ধ রাখতে হচ্ছে খেলার মাঠ।

অবশ্য তাদের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে। যেই পাখিটি ডিম পেড়েছে সেটি সংরক্ষিত একটি দেশি প্রজাতির পাখি ‘প্লোভার’। তাদের রক্ষায় সক্রিয় হতেই এমন সিদ্ধান্ত। এখন মাঠ থেকে ডিম সরানোর দরকার হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে কতৃপক্ষকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে গত সপ্তাহে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়েরা জানতে পারেন মাঠের একদম মাঝে এক প্লোভার পাখি ডিম দিয়েছে। যে কারণে তাদের ম্যাচটি সরিয়ে নেওয়া হয় অন্য মাঠে।

স্থানীয় কাউন্সিল ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে জানিয়েছে, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি প্লোভার ডিম দিয়েছে। যে কারণে মাঠটি বন্ধ থাকতে পারে ২৮ দিন। স্থানীয় বন্য প্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের অন্য একটি মাঠে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সাধারণত শান্ত প্রকৃতির হলেও বাচ্চা ফোটার পর চরম রক্ষণশীল ও আক্রমণাত্মক হয়ে ওঠে প্লোভার পাখি। এ সময় বাসার আশপাশে কেউ এলেই পাখিগুলো ডানা ঝাপটাতে থাকে, জোরে চিৎকার করে এবং কখনও কখনও ঝাঁপিয়ে পড়ে তাদের তাড়িয়ে দেয়। ছানাদের সুরক্ষা নিশ্চিত করতেই তারা এমন আচরণ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025