দুর্ঘটনাটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় ঘটে। ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটটি লন্ডনের গেটউইক যাচ্ছিল।
বিধ্বস্ত হওয়া ফ্লাইটটির নাম এআই-১৭১। এটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ ছিল।
উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি ‘মে-ডে’ সংকেত দেয়। কিন্তু এরপর আর কোনো যোগাযোগ হয়নি।
ফ্লাইট রাডার জানায়, উড্ডয়নের সময় উড়োজাহাজটি মাত্র ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছেই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনাটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় ঘটে। ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের কাছের হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
এদিকে আহমেদাবাদ বিমানবন্দর সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইট ও এক্স হ্যান্ডলে (টুইটার) শিগগিরই জানানো হবে।