বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনাম :
ইসলামী আন্দোলন ইস্যুতে নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির জামায়াতের জোট থেকে বেরিয়ে যাচ্ছে চরমোনাই সেনা প্রত্যাহার সমাধান নয়, প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি চায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল চরমোনাইয়ের জন্য এক ডজনের বেশি প্রার্থী না দিয়ে বিপাকে জামায়াত! নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত, কোন দল কত পেল? রাজধানীতে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত : এখন পর্যন্ত যা জানা গেল

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটটি লন্ডনের গেটউইক যাচ্ছিল।

বিধ্বস্ত হওয়া ফ্লাইটটির নাম এআই-১৭১। এটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ ছিল।

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি ‘মে-ডে’ সংকেত দেয়। কিন্তু এরপর আর কোনো যোগাযোগ হয়নি।

 

ফ্লাইট রাডার জানায়, উড্ডয়নের সময় উড়োজাহাজটি মাত্র ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছেই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন।

এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। বিমানটিতে ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রুও ছিলেন। 

দুর্ঘটনাটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় ঘটে। ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিবিসি’র প্রতিবেদক রক্সি ঘটনাস্থল থেকে জানান, ‘সবাই এখন প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি করছে। ’ 

আহতদের কাছের হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

এদিকে আহমেদাবাদ বিমানবন্দর সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

 

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইট ও এক্স হ্যান্ডলে (টুইটার) শিগগিরই জানানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025