মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

ভিক্টোরিয়ার স্টেট অস্ট্রেলিয়ার জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী পালন

 

বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ওআলোচনা সভা ১লা জুন ২০২৫ রবিবার ভিক্টোরিয়ায় অনুষ্ঠত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভিক্টোরিয়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো.-জালাল উদ্দিন কুমুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃতৌহিদ পাটওয়ারির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ভার্সুয়ালি বক্তব্যে রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সংগ্রামী সভাপতি জনাব মো.মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ।
বক্তব্যে রাখেন ভিক্টোরিয়া বিএনপির সহসভাপতি শামছুল আরেফিন বিপুল,জহিরুল ইসলাম, সাবেক ছাত্রদলের নেতা যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস মোহাম্মদ জনি,ডা.শাহরিয়ার ফেরদৌস,মিলন খন্দকার,জাহাঙ্গীর আলম, ফারুক হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো.মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, গত ১৭বছর বিএনপিকে নিয়ে অনেক সড়যন্ত্র হয়েছিল কিন্তু তারেক রহমানের সঠিক নেতৃত্বে আজ বাংলাদেশে সবচেয়ে বড় দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।আগামী নির্বাচনের দিকে লক্ষে সবাইকে ঐক্যেবদ্ধ থাকার আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন সফল সৎ রাষ্ট্রপ্রধান ছিলেন উনার ১৯ দফার পরিকল্পনা এবং বর্তমানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রবাসে ঐক্যেবদ্ধ ভাবে কাজ করবেন বলে জানান সবাই ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024