এই ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ইউক্রেন-রাশিয়া সংঘাত একটি জটিল পর্যায়ে পৌঁছেছে।
শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ দুই ঘণ্টার ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এই ফোনালাপ ঘিরে বিশ্বজুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে, এই আলোচনাকে সারগর্ভ, খোলামেলা এবং অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়ার নিউজ সংস্থা রিয়া নভোসতির প্রতিবেদনে উঠে এসেছে, ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সংঘাত বন্ধে নিজের সমর্থনের কথা জানিয়ে পুতিন বলেছেন, শান্তির পথে এগিয়ে যেতে ‘সর্বাধিক কার্যকর উপায়গুলো’ খুঁজে বের করা প্রয়োজন। রুশ প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য একটি স্মারকলিপি নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এমন একটি সমঝোতার প্রয়োজন যা ‘সব পক্ষের জন্য গ্রহণযোগ্য’ হতে পারে।
এই ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ইউক্রেন-রাশিয়া সংঘাত একটি জটিল পর্যায়ে পৌঁছেছে।
আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এই ফোনালাপ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে, এই ফোনালাপের মাধ্যমে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিরসনে কোনো নতুন উদ্যোগ দেখা যাবে কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা।
সূত্র: বিবিসি