ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।
শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
চলতি বছরের হজ পালনের জন্য এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি জানায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সোমবার (১৯ মে) এ আমন্ত্রণের নির্দেশ দিয়েছেন।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি আহত ফিলিস্তিনিদেরও বিনা খরচে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে। এই হজের সমস্ত খরচ সৌদি বাদশাহ নিজেই বহন করবেন।
সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাদশাহ সালমানের নির্দেশে তারা ফিলিস্তিনি হজযাত্রীদের হজ পালনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে। এই উদ্যোগ বাস্তবায়ন করবে সৌদি আরবের ইসলামী অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলার ফলে গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।