শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অনুরোধের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) সৌদির রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প এমন চমকপ্রদ ঘোষণা দেন। তিনি বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি এ সপ্তাহের শেষে (মার্কিন) পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এবং খুব গুরুত্বপূর্ণ হলো, ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার পর এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে গতকাল কথা বলার সময়, তিনি আমাকে একই কথা বলেছেন। আমার মধ্যপ্রাচ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব। যেন তারা উন্নতি করতে পারে।”

তিনি আরও বলেন, “নিষেধাজ্ঞাগুলো ছিল নির্মম। যদিও (বাশার আল-আসাদের সময়) এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এখন সিরীয়দের উন্নতি করার সময়। এখন তাদের উন্নতি করার সময়। আমি তাদের বলব, গুড লাক সিরিয়া। সৌদি আরব যা করেছে তাদের মতো আপনারাও এমন বিশেষ কিছু করে দেখান। একসঙ্গে আমরা অসাধারণ অনেক কিছু করেছি। কিন্তু আমরা এখনো উজ্জ্বল নতুন দিনের ভোরে আছি। যা মধ্যপ্রাচ্যের অসাধারণ, অসাধারণ মানুষের জন্য অপেক্ষা করছে।”

এদিকে কাল সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-সারার সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তার দপ্তর হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করেছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম লন্ডন টাইমস দাবি করেছে, ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় আব্রাহম চুক্তির মাধ্যমে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করতে পারেন তিনি।

সূত্র: রয়টার্স

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024