শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

পাকিস্তানের আক্রমণে বিধ্বস্ত বাড়িঘর, মোদির কাছে ক্ষতিপূরণ চান ভারতীয়রা

টানা ৪ দিনের তীব্র সামরিক সংঘর্ষের অবসান ঘটার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান বর্তমানে যুদ্ধবিরতিতে আছে। ভারতশাসিত কাশ্মীর অঞ্চলের অনেক বাসিন্দাই সীমান্তপারের গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় মোদী সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন।

আজ মঙ্গলবার (১৩ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংঘাতের সময় দুই দেশই পরস্পরের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে প্রায় ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। উত্তেজনাময় এই সময় শত শত গ্রামবাসী নিজেদের বাড়িঘর ফেলে পালিয়ে যান। পরবর্তীকালে ফিরে এসে তারা দেখেন, অনেকের বাড়ি ধ্বংস হয়ে গেছে বা ছাদ উড়ে গেছে।

লাইন অব কন্ট্রোল থেকে ৭ কি.মি. ভারতের জম্মু জেলার আখনুরে অবস্থিত কোট মইরা গ্রামের বাসিন্দা রোশান লাল। তিনি বলেন, আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? আমাদের থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024