শনিবার, ২১ Jun ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

লিবিয়ায় বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

লিবিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে সেখানের বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এই সতর্কবার্তা জারি করা হয়।

জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে, ত্রিপোলিতে সাম্প্রতিক সশস্ত্র যানবহরের আগমন ও উদ্ভূত অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিককে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ত্রিপোলিতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার আহ্বান জানাচ্ছে।

একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024