শনিবার, ২১ Jun ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তানকে নতুন যে বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাশ্মীর সংকটের একটি সমাধান খুঁজে বের করতে তিনি পাকিস্তান ও ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির একদিন পর তিনি এই মন্তব্য করেন।

আজ রোববার (১১ মে) ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এ বার্তা দেন।

তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের শক্তিশালী ও অনড় নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত। তারা উপলব্ধি করতে পেরেছে যে, এখনই এই আগ্রাসন থামানোর সময়—যা না থামালে অগণিত প্রাণহানি ও ধ্বংস ডেকে আনতে পারত।’

ট্রাম্প আরও লেখেন, ‘আমি দুই দেশের সঙ্গেই কাজ করব যেন হাজার বছরের পুরনো কাশ্মীর সংকটের একটি সমাধান খুঁজে পাওয়া যায়। ভারতের ও পাকিস্তানের নেতৃত্বকে অভিনন্দন জানাই—তারা অসাধারণ কাজ করেছেন।’

তিনি বলেন, ‘লাখ লাখ নিরীহ মানুষ প্রাণ হারাতে পারতেন। সাহসী এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের নেতৃত্ব আরও উজ্জ্বল হয়েছে। আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে।’

ট্রাম্প আরও জানান, তিনি পাকিস্তান ও ভারতের সঙ্গে ‘ব্যাপকভাবে’ বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা করছেন এবং দুই দেশকেই ‘মহান জাতি’ হিসেবে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024