বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

মিথ্যা মামলায় জামিন পেলেন জুলাই কন্যা সুরভী

জুলাই গণঅভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী ১৭ বছরের কিশোরী তাহরিমা জান্নাত সুরভিকে জামিন দিয়েছেন গাজিপুরের আদালত। সোমবার সন্ধ্যায় আদালত আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এ জামিন মঞ্জুর করেন। এরআগে হয়রানিমূলক মামলা দায়ের ও তদন্ত ছাড়াই দুই দিনেব রিমান্ড দিয়েছিল আদালত।

এদিকে, রিমান্ডের ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মামলাটিকে মিথ্যা ও প্রতারণামূলক দাবি করে সুরভীকে জামিন দেওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারনার দায়ে মামলার বাদি কথিত সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় ও তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওমর ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার দাবি ওঠেছে বিভিন্ন মহল থেকে।

প্রসঙ্গত, এর আগে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025