সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় আক্রমণ যুক্তরাষ্ট্রের ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটকে মার্কিন সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।’

মেয়র মামদানি জানান, শনিবার তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোন করে এ অভিযান বিরোধিতা করেছেন। তবে ট্রাম্পের প্রতিক্রিয়া কী ছিল তা জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শনিবার (৩ জানুয়ারি) দেওয়া একটি বার্তায় মামদানি জানিয়েছেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে প্রথমে হেলিকপ্টারে, পরে সামরিক বিমানে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি কেবল ভেনেজুয়েলার জনগণের ওপর প্রভাব ফেলবে না, নিউইয়র্কে বসবাসকারী লক্ষাধিক ভেনেজুয়েলার নাগরিককেও প্রভাবিত করে।

মেয়র জানিয়েছেন, তার প্রশাসন পরিস্থিতি নজরদারিতে রাখবে এবং নিউইয়র্কের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

যুক্তরাষ্ট্র শনিবার ভোরে ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে দেশের বাইরে নিয়ে যায়। পরে তাদের ইউএসএস ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয়।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025