সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়ার প্রতিবাদে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। পরে ব্যবসায়ী ও হামলাকারী দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। মানববন্ধন চলাকালে হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেন। এতে দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, স্থানীয় ‘চাঁদাবাজ’ আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ কারওয়ান বাজারে চাঁদাবাজি করছে। চাঁদা আদায় বন্ধ করতে এবং আব্দুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তারা কারওয়ান বাজারে শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন।

তাদের দাবি, শান্তিপূর্ণ মানবন্ধনে আব্দুর রহমানের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন।

পরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও- গুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্থানা এ বাংলায় হবে না’— স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

মানববন্ধনে অংশ নেয়া একজন ব্যবসায়ী বলেন, ‘আমরা চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ আমাদের ওপর হামলা চালানো হয়েছে। পাশেই পুলিশের সদস্য ছিল তবুও কীভাবে তারা এ হামলা করতে পারে জানতে চাই।’

এসময় চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025