সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

২০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরাই কি গানম্যান পাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট কোনো নাম প্রকাশ করেননি।

তিনি জানান, ডি জিএফ আই, এন এস আই ও এস বিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে। তাদের মধ্য থেকে অনেককে গানম্যান দেওয়া হয়েছে। তবে কেউ কেউ গানম্যান নিতে অনীহা প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

এ ছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানও গানম্যান পাচ্ছেন বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, বেশ কয়েকজন রাজনীতিক ও সংসদ-সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েনের আবেদন করা হয়েছে।

এছাড়া জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখসহ আরও কয়েকজনের জন্য নিরাপত্তা চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সূত্র: Bd24live

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025