শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান পরীক্ষা বন্ধ করে গাংনীতে মানববন্ধন করানোর অভিযোগ বকুল মাষ্টারের বিরুদ্ধে মেহেরপুরে অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ঢাকায় পৌঁছালেন ডা: জোবাইদা রহমান কৃষি জমিতে কাজ করছিল বাংলাদেশি যুবক, বিএসএফ গুলিতে বাংলাদেশি যুবক নিহত আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপি প্রার্থী জসিম জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান সেনা কর্মকর্তাদের হত্যা পরিকল্পনার বৈঠকে ছিলেন সোহেল তাজ ছাত্রদলের এক কমিটিতেই ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ

পরীক্ষা বন্ধ করে গাংনীতে মানববন্ধন করানোর অভিযোগ বকুল মাষ্টারের বিরুদ্ধে

মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান বকুলের ইন্দনে সহকারী শিক্ষকদের দিয়ে শাটডাউন কর্মসূচি পালন ও মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে।

নানা দাবিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকরা উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে মানববন্ধন করে।
এই মানববন্ধন পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান বকুলের ইন্দনে করা হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। এদিকে পরীক্ষা বন্ধ রেখে মানববন্ধন করানো সহ বিদ্যালয়ের স্লিপের টাকা সহ বরাদ্দের নানা অনিয়ম দূর্নীতির তদন্ত করে বিচার দাবি করেছে ক্ষুদ্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানরা সারা বছর পড়াশুনা করে পরীক্ষার জন্য প্রস্তুুতি নিয়েছে কিন্তু সরকারকে বিব্রত করতে পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান বকুলের ইন্দনে মানববন্ধ করা হয়েছে। এঘটনার তার শাস্তি দাবি করেন।

শিক্ষার্থীরা বলেন,বছর শেষে পরীক্ষা দেওয়ার একটা প্রস্তুুতি থাকে সেটা কতিপয় শিক্ষকের কারনে ভন্ডুল হচ্ছে ও মেধা বিকাশে বাধাগ্রস্থ করছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে শিক্ষক সমিতির সভাপতি ও পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান বকুল।

এদিকে পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান বকুলের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে,শিক্ষদের উস্কানি দেওয়ার জন্য বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদ সহ শাটডাউনের নানা কর্মসূচী শেয়ার করেছে। যার স্কিনশর্ট সংরক্ষিত রয়েছে।
শিক্ষক সংগঠনের একাংশের নেতাদের অভিযোগ,বিগত আওয়ামীলীগ সরকারের সময় টানা ১৭ বছর তার শশুর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়মীলীগ নেতা মুন্তাজ আলীর ক্ষমতার দাপটে রামরাজত্ব আর লুটপাট করেছে আখতারুজ্জামান বকুল। শশুরের দোহায় দিয়ে নিয়েছেন নানা অনৈতিক সুযোগ সুবিধা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক নেতা জানিয়েছেন,সরকারী শিক্ষকদের রাজনীতি করার বিধান না থাকলেও আওয়ামীলীগের পর এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে নানা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মানববন্ধনে আসা নারী শিক্ষিকা বলেন,পরীক্ষা বন্ধ রেখে কর্মসূচী পালন করা ঠিক নয়। ধর্মঘটের কারনে শিক্ষার্থী ও অভিভাবকের নানা কথা শুনতে হচ্ছে। কিন্তু মানববন্ধনে না আসলে নেতারা ঝামেলা করে।
এদিকে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দের চিঠি দেয়া হয়েছে। বরাদ্দে সেই টাকা লুপাট হয় কিনা নজর রাখা হচ্ছে।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র অভিযোগের বিষয়ে বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য যাচাই করে আমরা আখতারুজ্জামান বকুলের ইন্ধনের সত্যতা পেয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের ব্যবহৃত সরকারী মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেনি।

সূত্র: আজকের মেহেরপুর

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025