শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
মেহেরপুরে অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ উঠেছে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদের উপর। আজ শুক্রবার মেহেরপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আছিফুল হক মজনু।
মজনু অভিযোগ করেন, কুতুবপুর ইউনিয় বিএনপির সভাপতির পদ দেওয়ার নাম করে চার কিস্তিতে তার কাছ থেকে ৭ লাখ তিন হাজার টাকা নিয়েছেন ফয়েজ মোহাম্মদ। অথচ ২৯ নভেম্বর রাতে মনোহারপুর গ্রামের জাফর উল্লাহকে সভাপতি করে কমিটি ঘোষনা করেন। কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার কথা থাকলেও কোন ধরনের সভা সেমিনার না করেই সামাজিক যোগাযোগের মাধ্যমে কমিটি ঘোষণা করেন তিনি। নতুন সভাপতির কাছ থেকে কত টাকা পেয়েছেন তাও জানতে চেয়েছেন তিনি ?
প্রতিবারই টাকা লেনদেনের আগের ভিডিও ফুটেজ তার কাছে আছে বলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। আর্থীক সুবিধা দেওয়ার মাধ্যমে জেলার সকল কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরো বলেন, সারা বছর যারা জেলা জুলুম ও আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে কমিটিতে রাখা হয়নি। পদ পেতে কেন টাকা দিলেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, দলীয় পদ একটি সম্মানের ব্যাপার। তাই পদ পেতে তিনি টাকার লেনদেন করেছেন। তবে এটি বৈধ কোন পথ না বলে তিনি স্বীকার করেন। অনতিবিলম্বে এ কমিটি বাতিল করার জন্য জেলা কমিটির কাছে আবেদন করা হয়েছে। এছাড়াও বিষয়টি কেন্দ্রে জানানো হবে। ফয়েজ মোহাম্মদের সভাপতির পদ বাতিলের জন্য সংবাদ সম্মেলন থেকে দাবি জানানো হয়।
এ সময় কুতুবপুর ইউনিয়ন বিএনিপর নেতা-কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সুত্র: মেহেরপুরের চোখ