বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
মেহেরপুরের মুজিবনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু (৩১) নামের মোনাখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতিকে আটক করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়ার মোশারফ হোসেনের ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়—নাহিদ হাসান রাজু বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এরপর ভোর ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
ওসি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা মিলেছে। আটক নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরন করা হয়েছে।