বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

আমার খুব কান্না পাচ্ছে: মিথিলা

থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর, যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) জানা যাবে কার মাথায় উঠছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। প্রতিযোগীদের প্রতিদিনই অংশ নিতে হচ্ছে নানা সেশন ও পরীক্ষায়।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) ১২১টি দেশের প্রতিযোগীরা নিজেদের ন্যাশনাল কস্টিউম পরে হাঁটেন মঞ্চে। এরই মধ্যে মিথিলা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার ন্যাশনাল কস্টিউম লুকের ছবি।

ন্যাশনাল কস্টিউম হিসেবে তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের ঐতিহ্যবাহী পোশাক—শাড়ি। আর দেশের ঐতিহ্য তুলে ধরতে তিনি পরেছেন সাদা জামদানি, যার মোটিফে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।

ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, “মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম—‘দ্য কুইন অব বেঙ্গল’।” এরপর তিনি ব্যাখ্যা করে বলেন, “মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্বের জন্য পরছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি; এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।”

বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে তিনি দর্শকদের প্রতিক্রিয়া জানতে চেয়ে বলেন, “ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি, সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরেনি। আমি খুবই হ্যাপি, কারণ আমার পারফরম্যান্সও ভালো হয়েছে। সবাই অনেক প্রশংসা করেছে।”

স্টেজ থেকে নামার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন মিথিলা। তিনি বলেন, “আজকে আমার খুব কান্না আসছে। অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। মঞ্চে যখন থাকবেন এবং নিজের দেশকে উপস্থাপন করবেন—তখনই বোঝা যায়, কত বড় সাহস আর শক্তি লাগে।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025