বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
অবশেষে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর এই ফলাফল ঘোষণা শুরু হয়। জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন প্রার্থী।
নিচে কয়েকটি হলে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং জেনারেল সেক্রেটারি (জিএস) পদে নির্বাচিতদের তালিকা তুলে ধরা হলো-
আলবিরুনী হলে ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ। জিএস হয়েছেন সুমাইয়া খানম। তারা দুইজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শহীদ জাহানারা ইমাম হলে ভিপি নির্বাচিত হয়েছেন মাহফুজা খাতুন। জিএস হয়েছেন রিজওয়ানা বুশরা। এই হল সংসদে এজিএস পদে লামিয়া জান্নাত ও সাদিয়া খাতুন সমান ভোট পেয়েছেন। তারা ছয় মাস করে দায়িত্ব পালন করবেন।
১০ নম্বর ছাত্র হলে (আগের মুজিব হল) ভিপি হয়েছেন মো. আসিফ মিয়া। জিএস হয়েছেন মো. মেহেদি হাসান।
১৫ নম্বর ছাত্রী (আগের শেখ হাসিনা) হলে ভিপি নির্বাচিত হয়েছেন মোছা. শারমীন খাতুন। জিএস হয়েছেন মির্জা মুনিয়া হোসেন।
এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ শিক্ষার্থী ভোটার। ছাত্রদের হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন ভোটার রয়েছেন।
ছাত্রীদের হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন ভোটার রয়েছেন।