শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
প্রতিবেদনটি প্রকাশ করেন অস্ট্রেলিয়ার ইসলামবিদ্বেষ মোকাবিলায় নিয়োজিত বিশেষ দূত আফতাব মালিক। সিডনিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের উপস্থিতিতে মালিক বলেন, ‘অস্ট্রেলিয়ায় ইসলামবিদ্বেষ একটি স্থায়ী বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কখনও এটি উপেক্ষিত হয়েছে, কখনও অস্বীকার করা হয়েছে। কিন্তু কখনোই সঠিকভাবে মোকাবিলা করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি প্রকাশ্য গালাগালি, দেয়ালে গ্রাফিতি ও মুসলিম নারী ও শিশুরা লক্ষ্যবস্তু হয়েছে শুধুমাত্র তাদের পোশাক ও পরিচয়ের জন্য, কাজের জন্য নয়।’
প্রতিবেদনটি মোট ৬০ পৃষ্ঠার এবং এতে সরকারকে ৫৪টি সুপারিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ধর্মীয় বৈষম্য তদন্তে একটি বিশেষ কমিশন গঠন এবং ইসলামবিদ্বেষের প্রভাব নিয়ে একটি জাতীয় তদন্ত আয়োজনের আহ্বান।
সূত্র: আল-আরাবিয়া